Header Ads Widget

Responsive Advertisement

ক্যান্সারের কাছে হার মানলেন অভিনেত্রী শ্রাবণী বণিক

 


প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে টলিপাড়ায়। এই খবরে শোকস্তব্ধ গোটা বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন ইন্ডাস্ট্রি। সহকর্মী, বন্ধু ও অনুরাগীদের হৃদয়ে নেমে এসেছে গভীর বিষাদের ছায়া।

শ্রাবণীর মৃত্যুতে আবেগঘন বার্তা দিয়েছেন পরিচালক বাবু বণিক। তিনি লেখেন, কাজের সূত্রে তৈরি হওয়া পরিচয় কীভাবে নিঃস্বার্থ বন্ধুত্বে পরিণত হয়, শ্রাবণী তারই উদাহরণ। অভিনেত্রীকে হারিয়ে তিনি ও তাঁর পরিবার বাকরুদ্ধ বলে জানান। শ্রাবণীর অকালপ্রয়াণ মেনে নিতে পারছেন না কেউই।

জানা যায়, মারণরোগ ক্যান্সারে আক্রান্ত হলেও আর্থিক অনটনের কারণে যথাযথ চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছিল অভিনেত্রীর পরিবারের পক্ষে। চিকিৎসার জন্য প্রয়োজন ছিল বিপুল অর্থ। সেই কারণেই গত নভেম্বর মাসে সোশাল মিডিয়ার মাধ্যমে সাহায্যের আবেদন জানিয়েছিল তাঁর পরিবার। অভিনেত্রীর ছেলে মায়ের জীবন বাঁচানোর জন্য সকলের কাছে সহায়তা চেয়েছিলেন।

স্বামী, কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের মৃত্যুর পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শ্রাবণী। নিজের অসুস্থতা নিয়েও খুব একটা মুখ খুলতে চাননি তিনি। TV9 বাংলাকে একবার জানিয়েছিলেন, চাপের মধ্যে আছেন, পরে কথা বলবেন। কিন্তু সেই ফোন আর আসেনি। বছর শেষ হওয়ার আগেই শ্রাবণীর চলে যাওয়া যেন টলিউডে এক অপূরণীয় শূন্যতা তৈরি করে গেল।

Post a Comment

0 Comments

ক্যান্সারের কাছে হার মানলেন অভিনেত্রী শ্রাবণী বণিক