আইপিএলের ১৩ কোটি টাকার তারকা বাদ ইংল্যান্ডের টি২০ বিশ্বকাপ দল থেকে, অ্যাশেজ পারফরম্যান্সে সুযোগ পেসারের
মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। ঘোষিত দলে জায়গা পাননি আইপিএল নিলামে ১৩ কোটি টাকায় বিক্রি হওয়া তারকা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন।
এ বারের আইপিএল নিলামে সানরাইজার্স হায়দরাবাদ লখনউ সুপার জায়ান্টসকে টপকে ১৩ কোটি টাকায় লিভিংস্টোনকে দলে নেয়। তবে সাম্প্রতিক ফর্মের অভাবই বিশ্বকাপ দল থেকে তাঁর বাদ পড়ার মূল কারণ বলে মনে করা হচ্ছে। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি ওয়াংখেড়েতে শেষবার ইংল্যান্ডের জার্সিতে খেলেছিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬০ ম্যাচে ৯৫৫ রান ও ৩৩ উইকেট থাকলেও গত এক বছরে ধারাবাহিক পারফরম্যান্স করতে পারেননি লিভিংস্টোন। গত আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রত্যাশা পূরণে ব্যর্থ হন তিনি।
লিভিংস্টোনের পাশাপাশি দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথেরও। সাদা বলের ক্রিকেটে অভিজ্ঞতা থাকলেও জস বাটলার ও ফিল সল্টের উপস্থিতির কারণে স্মিথের জন্য জায়গা তৈরি হয়নি। তবে চোটে থাকা জফ্রা আর্চারকে দলে রেখেছে ইংল্যান্ড। যদিও বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফরে তিনি খেলতে পারবেন না। ইসিবির আশা, বিশ্বকাপ শুরুর আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন আর্চার।
এই দলে প্রথমবার সুযোগ পেয়েছেন পেসার জশ টং। অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাঁর জাতীয় দলে অন্তর্ভুক্তি। সেই ম্যাচে প্রথম ইনিংসে পাঁচ ও দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নিয়ে ম্যাচের গতিপথ ঘুরিয়ে দিয়েছিলেন টং।
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। সেখানেই বিশ্বকাপের প্রস্তুতি সারবে দল। হ্যারি ব্রুকের নেতৃত্বেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নামবে ইংল্যান্ড।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল (১৫ জন):
হ্যারি ব্রুক (অধিনায়ক), জস বাটলার, ফিল সল্ট, বেন ডাকেট, টম ব্যান্টন, জেকব বেথেল, উইল জ্যাকস, জেমি ওভারটন, স্যাম কারেন, রেহান আহমেদ, লিয়াম ডসন, আদিল রশিদ, জফ্রা আর্চার, জশ টং, লুক উড।
